Last updated on June 22nd, 2020 at 12:40 am
বিশ্ববিদ্যালয়,একটি প্ল্যাটফর্ম যেখানে চলে গবেষণা, বিশ্ব সম্পর্কে জানার, অক্লান্ত চেষ্টা । তার পাশাপাশি আছে Fun, enjoy । কিন্তু 2nd লাইনের কথাগুলো মধ্যবিত্ত পরিবারের ছাত্রদের পক্ষে যায় না । কারন যখন উচ্চবিত্ত পরিবারের ছেলে/মেয়েরা ক্লাস শেষে বা ক্লাস না করে আড্ডা দেয় । বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় । তখন মধ্যবিত্তের ছেলে/মেয়েরা থাকে বিভিন্ন টিউশনি নিয়ে অথবা কোনও পার্ট টাইম চাকরি নিয়ে । কারন এই টাকা দিয়েই চলতে হবে তাদের পুরু মাস । তাই চাইলেও তারা অন্য ৮-১০ টা ছাত্রের মত Enjoy, Fun, Adda ইত্যাদি করতে পারেনা । কিন্তু এই ধরনের ছেলে/ মেয়েদের জীবন ই হয় উজ্জ্বল । তারাই Career এ অনেক বড় কিছু করতে পারে । আর এর মধ্যেই পাওয়া যায় পরম তৃপ্তি।
কথাগুলো সবার কাছে গ্রহণযোগ্য কি না তা জানিনা তবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই শেয়ার করার চেষ্টা করছি ।
আহা! কি লিখতাম প্রথম দিকে, কি সব অনুভূতি!
(২০১৫ সালের প্রথম দিকের লেখা/অনুভূতি/অভিজ্ঞতা এটি)
1 Comment
একদম। বাস্তব কথা ভাই। আমি নিজেও একজন মধ্যবিত্ত থেকে বেড়ে উঠা ছেলে।